ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চ্যানেল আইতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১১

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে চ্যানেল আইতে ৩ জুলাই থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘যোগাযোগ’। কবিগুরুর উপন্যাস ‘যোগাযোগ’ অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।

প্রচার হবে প্রতি রবিবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, কুসুম সিকদার, শাকিল আহমেদ, নরেশ ভূঁইয়া, খলিলুর রহমান কাদেরী, দিপু আহসান, হারুনূর রশীদ, দিশা, আবু জাহিদ, জসিম আহমেদ, বিশেষ চরিত্রে রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, শামস সুমন, সাবেরী আলম, ওমর আয়াত অনি প্রমুখ।

মাত্র এক সপ্তাহের মধ্যে চ্যানেল আইতে শুরু হয়েছে দু’টি নতুন ধারাবাহিক নাটকের প্রচার। এর একটি হলো ধারাবাহিক নাটক ‘যোগাযোগ’, অন্যটি হলো জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘একলা পাখি’।


বাংলাদেশ সময় ২২৩০, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।