ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

হাওয়াই মিঠাই : সরল বিশ্বাস নিয়ে ভুয়া তান্ত্রিকের গরল বাণিজ্য

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

এটিএন বাংলায় ৮ জুলাই শুক্রবার থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে ।

কমেডি প্রধান এ নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, মীর সাব্বির, বিন্দু, শবনম পারভীন, সোহেল খান, পুতুল, বিনয় ভদ্র, কোহিনূর, শিমুল, আন্না প্রমুখ।

‘হাওয়াই মিঠাই’ নাটকের কাহিনী গড়ে উঠেছে গ্রামীণ পটভূমিতে। ধারাবাহিকের মূলে রয়েছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন হাওয়াই মিঠাই। এই হাওয়াই মিঠাই শুধু নিছক মিষ্টান্ন নয়, এটি হাওয়া দমে চালিত মানুষের ক্ষণস্থায়ী রঙ-বাহরি জীবনের প্রতীকও। এতে একদিকে যেমন রয়েছে হাওয়াই মিঠাই খেতে পছন্দ করা এক গ্রাম্য তরুণীর অদম্য ভালোবাসার গল্প, অন্যদিকে রয়েছে মানুষের সরল বিশ্বাস নিয়ে ভুয়া তান্ত্রিকের গরল বাণিজ্য। যে বাণিজ্যের শিকার গ্রাম্য মানুষগুলো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে খাবি খেতে খেতে এক সময় সত্যে উপনীত হয়। তারা চিনতে পারে তাদের চারপাশের মুখোশধারী মানুষগুলোকে।    

বাংলাদেশ সময় ১৮১০, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।