অনেক অভিনেতা-অভিনেত্রীকেই বিভিন্ন নাটক ও টেলিফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। নন্দিত অভিনেত্রী জয়া আহসান এবার করছেন ত্রয়ী চরিত্র, অর্থাৎ একই টেলিফিল্মে তাকে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
আসছে ঈদে প্রচারের জন্য নির্মিত টেলিফিল্ম ‘আরশীর পড়শী’-তে জয় আহসান তিনটি চরিত্রে অভিনয় করেছেন । একটি নব বিবাহিতা মেয়ের জীবনের ঘটনা নিয়ে গল্পটি। জয়া এবং একটি আয়না একাধারে জন্ম দেয় কয়েকটি ঘটনার। সেই থেকে শুরু হয় রোমাঞ্চের। টেলিফিল্মের পরিচালক তানভীর হোসেন প্রবাল জানান, ‘এক চরিত্রের বিভিন্ন রূপ দেখা যাবে এই টেলিফিল্মে, জয়া আহসান প্রায়ই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খোঁজার চেষ্টা করে। এই গল্পে একধরণের রহস্যের ছোঁয়া থাকবে। একই সঙ্গে এতে ফুটে উঠবে মানুষের চরিত্রের বিভিন্ন মানবিক দিক।
আসছে ঈদ-উল-ফিতরে বাংলাভিশনের ছয় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে টেলিফিল্মটি। এতে জয়ার স্বামী চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। শারমিন হায়াত দিপা’র নাট্যরূপে এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, পুতুল ও তানভীর হোসেন প্রবাল প্রমুখ।
বাংলাদেশ সময় ১৬২৫, জুলাই ২১, ২০১১