একজন মেধাবী অভিনেত্রী হিসেবেই বিপাশা হায়াতের সঙ্গে দর্শকের পরিচয়। অভিনয় করেছেন স্মরণীয় নানা চরিত্রে।
বিপাশা হায়াতের রচনায় এবারের ঈদের চারটি নাটকই পরিচালনায় রয়েছেন তৌকীর আহমেদ। পরিচালনার পাশাপাশি তিনি চারটি নাটকেই অভিনয় করেছেন। বিপাশা হায়াত নাট্যকার হিসেবে নেপথ্যেই রয়ে গেছেন কোনো নাটকেই তিনি অভিনয় করছেন না।
ঈদে দেশটিভিতে প্রচার হবে বিপাশা হায়াত রচিত নাটক ‘ভালোবাসা জেগে থাকে প্রাণে’। ভালোবাসার সম্পর্কে নানা জটিলতায় যে তিক্ততা নেমে আসে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকটিতে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও তারিন।
এটিএন বাংলার জন্য বিপাশা হায়াত লিখেছেন নাটক ‘ডাইনোসর। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফারহানা মিঠু ও সুমাইয়া শিমু। নাটকটিতে পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বৈশাখী টিভিতে প্রচারিত হবে বিপাশার রচনায় ‘মরা জোছনা’। মানুষেরনানা উত্থান-পতনের মধ্যেও জীবন থেমে থাকে না, তাই এ নাটকটির মূল উপজীব্য। এতে তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করেছের নওশীন।
বাংলাভিশনে প্রচারিত হবে বিপাশা হায়াতের রচনায় এবং তৌকীর আহমেদের পরিচালনায় ‘মধ্যরাত ও ঝরা পাতার গল্প’। এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ ও মিথিলা।
উপস্থাপিকা বিপাশা হায়াতের সঙ্গে এরই মধ্যে দর্শকদের পরিচয় হয়ে গেছে। তার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে ভিন্নধারার একটি অনুষ্ঠান ‘বিপাশার সঙ্গে’। এবারের ঈদে বাংলাভিশন চ্যানেলে বিপাশা হায়াতের উপস্থাপনায় প্রচার হবে একটি সেলিব্রিটি শো। এতে তার সঙ্গে আড্ডায় যোগ দেবেন শমী কায়সার ও আফসানা মিমি। একই সময়ে তিন জনপ্রিয় অভিনেত্রীকে এই প্রথম কোনো টিভি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে।
বাংলাদেশ সময় ২০৪০, আগস্ট ১১, ২০১১