ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

‘গুরু তোমায় সালাম’ অ্যালবাম প্রসঙ্গে আজম খানের মেয়ে ইমা খান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

প্রয়াত পপ সম্রাট আজম খানের সর্বশেষ গাওয়া গান নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘গুরু তোমায় সালাম’ নামের একটি অডিও অ্যালবাম। আজম খানের বড় মেয়ে ইমা খান অ্যালবামটি প্রসঙ্গে একটি বিবৃতি পাঠিয়েছেন বাংলানিউজে।

ইমা খানের ভাষ্যে এই বিবৃতি তুলে ধরা হলো।

আমার বাবা আজম খান এ জগৎ ছেড়ে পরকালে চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন কিছু সোনার তরী। আর এ সোনার তরীগুলো যেন ডুবে না যায় তার জন্যে সচেষ্ট আছেন অনেকেই। বিশেষভাবে স্মরন করছি ব্যক্তিগতভাবে আমার মিডিয়া ভ’বনে পথ চলার প্রারম্ভ থেকেই চ্যানেল আই-ইমপ্রেস টেলিফিল্ম সম্পৃক্ত আছে পরম বন্ধুর মতো সব ক্ষেত্রেই। তাদের প্রতি আমি আন্তরিক কৃতঞ্জতা প্রকাশ করছি।

বাবা সবসময় বলতেন যে ‘এ জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব। কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাইনা’। তিনি তার মুখের কথার সাথে মানসিক চেষ্টা ও সিদ্ধান্তে অটল ছিলেন। তারই উৎকৃষ্ট প্রমানসরূপ অবদান গানের সিডির অ্যালবাম ‘গুরু তোমায় সালাম’। বাংলালিংকের  নিবেদনে ইমপ্রেস অডিও ভিশন লিঃ প্রকাশ করেছে।

আমাকে দুশ্চিন্তা করতে দেখতে বাবা পছন্দ করতেন না।   মন খারাপ করে থাকতে দেখলে বকা দিতেন। বাবা চাইতেন সবসময় আমরা আনন্দ উল্যাসে প্রানবন্ত থাকি। কিন্তু আমি বরাবরই গভীর স্বভাবের মেয়ে তাই আর উল্লাসিত থাকা হয়ে ওঠেনা। Azam khan

আমিও কাজে বিশ্বাসী আর তাই কিছু ভাল কাজ করে যেতে চাই। যদিও মানুষ যা চায় তা সবসময় সম্ভব হয় না। তবুও আমি চেষ্টা করে যাব আমার সাধ্য অনুযায়ী এমন কিছু কাজ করে যেতে যা মানব কল্যানকর, আনন্দদায়ক ও পরবর্তী প্রজন্মের জন্য যা হয়ে থাকবে নিদর্শন সরূপ। বাবার স্মরনেই তাই উদ্যোগ নিয়েছি তার নামে একটি ফাউন্ডেশন করার যার নাম ‘আজম খান ফাউন্ডেশন’। আমি সাধ্যমত চেষ্টা করে যাব ‘আজম খান’ নামের ফাউন্ডেশনটিকে সমৃদ্ধশালী করাতে।

বাবার এ অ্যলবাম বা মিডিয়া সংক্রান্ত বিষয়াবলী হতে আমি যে অর্থ  পেয়েছি, তা এ ফান্ডের কাজে ব্যবহার করবো  বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার এ ছোট ফাউন্ডেশন দ্বারা যদি প্রকৃতভাবেই কিছু ক্ষেত্রে অবদান রাখতে পারি তবেই এ ফাউন্ডেশন সার্থক হবে বলে মনে করছি।

বাংলাদেশ সময় ২০৫০, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।