ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শিশু-কিশোরদের কিডনি সুরক্ষায় এ্যাপোলো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৩
শিশু-কিশোরদের কিডনি সুরক্ষায় এ্যাপোলো

পরিণত বয়সের কিডনি রোগীদের মতো, শিশু-কিশোরদের কিডনি রোগের উপসর্গ বা লক্ষনগুলো সাধারণত দৃশ্যমান হয় না বিধায়, বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের কিডনি জনিত রোগগুলো অনেক দেরিতে সনাক্ত হয়। শিশুদের কিডনি ও ইউরোলজিক্যাল সমস্যা নির্ণয় ও চিকিৎসার জন্য এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে ৯ই জুলাই হতে বাংলাদেশে প্রথমবারের মত একটি নিবেদিত ওয়ান স্টপ ক্লিনিক চালু করা হয়েছে।

পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ডাক্তার সাবিনা সুলতানা ও পেডিয়াট্রিক ইউরোলজিস্ট প্রফেসর ডাঃ শহীদ করিমের সুদক্ষ তত্ত্বাবধানে হাসপাতালের লেভেল ৫ এর পেডিয়াট্রিক বহির্বিভাগে স্থাপিত এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি ও ইউরোলজি ক্লিনিক এ সকল শিশু-কিশোর রোগীদের সেবায় খোলা থাকবে। এই ক্লিনিকে শিশুদের কিডনি জনিত সমস্যা যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, অনিয়ন্ত্রিত প্রস্রাবের কারণে বিছানা ভিজে যাওয়া, মূত্রনালীর সংক্রমণ, শিশুদের উচ্চ রক্তচাপ, শিশু বয়সেই ডায়াবেটিস থাকা বা অতিমাত্রায় মুটিয়ে যাওয়া, নেফ্রোটিক সিন্ড্রোম, বংশগত কিডনি রোগ, অন্ডকোষের প্রদাহ, সার্জিক্যাল বিভিন্ন সমস্যা যেমন টিউমার, হাইড্রোসিল বা একশিরা, হাইপোস্পেডিয়াস এবং কিডনি ও মূত্রতন্ত্রের বিভিন্ন জন্মগত অস্বাভাবিকতা প্রভৃতি সমস্যাজনিত রোগের চিকিৎসা দেয়া হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্যাট্রেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা বলেন, চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচনে এ্যাপোলো হসপিটালস ঢাকা  প্রতিশ্রুতি বদ্ধ এবং এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি ও ইউরোলজি ক্লিনিকের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শিশুদের কিডনি এবং মূত্রতন্ত্রের বিভিন্ন সমস্যার বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে সেবা দানের প্রচেষ্টায় সক্রিয় অংশগ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ্যাপোলো হসপিটালস ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডাঃ শাগুফা আনোয়ার কিডনি রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এধরণের ক্লিনিক স্থাপনের জন্য চিলড্রেন সেন্টারের কনসালটেন্টদের অভিনন্দিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনী এন্ড ইউরোলজিক্যাল ক্লিনিক এদেশের শিশু-কিশোরদের কিডনি রোগের ভয়াবহতা রোধে  চিকিৎসা সেবাকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

শিশু-কিশোরদের তীব্র কিংবা দীর্ঘস্থায়ী মেডিকেল ও সার্জিক্যাল কিডনি এবং মূত্রতন্ত্রের  যে কোন সমস্যার নিয়মিত ও ফলো-আপ চিকিৎসা সেবা এ্যাপোলো পেডিয়াট্রিক কিডনি এন্ড ইউরোলজি ক্লিনিকে পাওয়া যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।