ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ৬ লাখ মানুষের মৃত্যু

সানি সরকার, দিনাজপুর জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

প্রত্যক্ষ নয়, শুধু পরো ধূমপানের কারণেই বিশ্বে প্রতি বছর মারা যাচ্ছে ৬ লাখ মানুষ। এর মধ্যে শিশুদের সংখ্যাই ১ লাখ ৬০ হাজার।

বিশেষ করে পূর্ব এশিয়া ও আফ্রিকায় বছরে ১ লাখ ৫৫ হাজার শিশু মারা যাচ্ছে কেবল পরো ধূমপানের সৃষ্ট শ্বাসতন্ত্রের জটিলতায়। ৬ লাখের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার মারা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে। ১ লাখ ৬৫ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী শ্বাসতন্ত্রের সংক্রমণ। ৩৬ হাজার ৯০০ এজমা ও ২১ হাজার ৪০০ জন মারা যাচ্ছে ফুসফুসের ক্যান্সারে।

এ তথ্য জানা গেছে দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস ও বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিল-ডিসি, বিরামপুরের উদ্যোগে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত তিকর প্রভাব ও প্রতিরোধকল্পে প্রচার মাধ্যমের করণীয়’ শীর্ষক আলোচনা সভায়। ১২ ডিসেম্বর রোববার দুপুরে দিনাজপুর জেলা সিভিল সার্জনের সভাকে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ মনসুর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসকাব সভাপতি চিত্ত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন প্রেসকাবের যুগ্ম সম্পাদক মোরশেদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ‘ডিসি’র নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ধূমপান আশঙ্কাজনক হারে বাড়ছে তাতে সন্দেহ নেই। তারপরও এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, ধূমপানের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে। বিশেষ করে পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান কমেছে। যাত্রীবাহী বাসেও সহজে কেউ ধূমপান করতে চান না। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ধূমপান কমে আসবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আ হ ম আবদুল বারী, মোঃ ইদ্রিস আলী, আজহারুল আজাদ জুয়েল, শামীম রেজা, আকরাম হোসেন বাবলু। বিষয়বস্তু নিয়ে প্রমাণ্যচিত্রসহ আলোচনা করেন সিভিল সার্জন অফিসের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও শিা অফিসার মোঃ আসাদুল হক আসাদ।  

বাংলাদেশ সময় ২১১৬, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।