ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

হেপাটাইটিস সচেতনতা সৃষ্টিতে পামেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

জনগণের মাঝে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।

২০০১ সালে অন্যের সুঁই দিয়ে নিজের শরীরে ট্যাটু করে অসুস্থ হয়ে পড়েছিলেন ‘বেওয়াচ’-খ্যাত এই অভিনেত্রী।

পামেলা বলে, ‘আমাকে লিভার বায়োপসিতে ভুগতে হয়েছিল। তাই প্রতি বছরই চেক-আপ করাতে হতো। এর কোনও স্থায়ী নিরাময় নেই। ’

তিনি ভক্তদের এই বিষয়ে উৎসাহ দেওয়াটাকে একটা দায়িত্ব মানে করেন। তাই ভক্তদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নিয়মিত শরীর পরীক্ষা করার ভেতর লজ্জার কোনও কিছু নেই। এই বিষয়টি নিয়ে বিব্রত হবারও কিছু নেই। ’

বাংলাদেশ স্থানীয় সময় ২০৩০, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।