ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বাংলানিউজে কণা আলম

চুলপড়া রোধে টক দই কার্যকরী

লাইফ স্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, মে ১০, ২০১৪
চুলপড়া রোধে টক দই কার্যকরী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাথার চুলপড়া রোধে টক দই কার্যকর ভূমিকা রাখে বলে জানিয়েছেন রূপচর্চা বিশেষজ্ঞ কণা আলম।

শনিবার বাংলানিউজের বিশেষ আয়োজন রূপচর্চা বিষয়ক সরাসরি প্রশ্ন-উত্তরে তিনি অনীক নামে এক পাঠকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।



অনীকের প্রশ্ন ছিল, তার মাথার দুই পাশের চুল উঠে যাচ্ছে। এটা রোধে তিনি কি করবেন?

জবাবে কনা আলম জানান, চুল পড়া রোধে আমলা-ত্রিফলা সমৃদ্ধ প্যাকের সঙ্গে টক দই মিশিয়ে সপ্তাহে একদিন মাথায় দিতে হবে। আধাঘণ্টা পর তা ধুয়ে ফেলতে হবে। এতে উপকার পাওয়া যাবে।

তাহমিনা ইয়াসমিন নামে এক পাঠক জানতে চান, ত্বক ফর্সা করতে পন্ডস হোয়াইট এর বিকল্প কোনো ক্রিম আছে কি? গুড়া দুধ ও চালের গুড়া ব্যবহার করেও কাজ হয়নি। ত্বক কিভাবে ফর্সা করা যায়?

এ প্রসঙ্গে কনা আলম বলেন, ঘাম ও ময়লার কারণে মুখের ত্বক নষ্ট হয়। যা আমরা বাসায় ঠিকমতো পরিস্কার করতে পারিনা। তবে দিনের বেলায় মুখে কোন ক্রিম ব্যবহার করা উচিত নয়, বরং ত্বকের সুরক্ষা দরকার। এ জন্য রাতে নাইট ফেয়ার জাতীয় ক্রিম ব্যবহার করা যায়। পরে সকালে ময়লাযুক্ত ত্বক পরিস্কার করে ফেলতে হবে। এভাবে ত্বক উজ্জ্বল হবে।

** কোকড়ানো চুল স্বাভাবিক করে কন্ডিশনার
** ময়েশ্চারাইজিং লোশন কমায় ত্বকের শুষ্কতা
** রুপচর্চা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।