ঢাকা: নিয়মিত মেথি ওয়েল ব্যবহারে চুলের খুশকি দূর হয়। এছাড়া খুশকি রোধে টক দই, হারবাল ওয়েলও বেশ উপকারী।
কুষ্টিয়া থেকে মনি নামে এক গৃহিণীর পাঠানো প্রশ্নের জবাবে দেশের খ্যাতনামা রূপচর্চা বিশেষজ্ঞ কণা আলম এ পরামর্শ দেন।
তিনি বলেন, চুলের খুশকি দূর করতে সপ্তাহে তিন দিন রাতে মাথায় হারবাল ওয়েল ও বা মেথি হারবাল ওয়েল মাখিয়ে সারারাত রাখতে হবে। সকালে চুল ধুয়ে ফেলতে হবে।
তবে প্যাক না থাকলে দক দই, লেবুর রস, ভিনেগার লাগালেও খুশকি সমস্যায় উপকার পাওয়া যাবে।
এছাড়া খুশকি থেকে মুক্তির জন্য ভালো ব্র্যান্ডের তেল ব্যবহার করা যেতে পারে বলে তিনি জানান।
বাংলানিউজের বিশেষ আয়োজনে অংশ নিয়ে কণা আলম রূপচর্চা বিষয়ক নানা সমস্যার ও সমাধানে পাঠকের প্রশ্নের জবাব ও পরামর্শ দেন।
** কপালের বলি রেখা দূর করে বিউটিপ্যাক
** মুখের অবাঞ্ছিত দাগ দূর করতে স্ক্র্যাবিং
** চুল পাকা সমস্যায় যত্নই একমাত্র সমাধান
** হেয়ারপ্যাকে তেল মিশিয়ে ব্যবহারে কমবে চুলপড়া
** চুলপড়া রোধে টক দই কার্যকরী
** কোকড়ানো চুল স্বাভাবিক করে কন্ডিশনার
** ময়েশ্চারাইজিং লোশন কমায় ত্বকের শুষ্কতা
** রুপচর্চা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৪