ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এবার উত্তরায় নাবিলা বুটিকস

Atikur Rahman | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
এবার উত্তরায় নাবিলা বুটিকস

গুলশানের পর এবার রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম ফ্যাশন হাউস নাবিলা বুটিকস।

গত ২৮ জুন শনিবার বিশ্বমানের এ ফ্যাশন হাউসের উত্তরা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাবিলা বুটিকসের ব্যবস্থাপনা পরিচালক শামীমা নবী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাবিলার চেয়ারম্যান মেজর (অব.) টি.আই.এম নূরুন নবী, পরিচালক নাবিলা, চলচিত্র অভিনেত্রী শাহনূর, মডেল নিলয়, নাবিলাসহ  সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাবিলার বিশেষত্ব প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাশন ডিজাইনার শামীমা নবী বলেন, একজন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে আমি আমার সর্বেচ্চ মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করি সুন্দর পোশাক ও অলংকার তৈরির যা মানুষকে আরো সুন্দর, আকর্ষণীয় করে তোলে।

নাবিলায় শাড়ির মূল্য শুরু মাত্র একহাজার টাকা থেকে। শাড়ি ছাড়াও এখানে থ্রি-পিস ও লেহেঙ্গার দারুণ সব কালেকশন রয়েছে।   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।