পবিত্রতার সাথে সুগন্ধি অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত ,সুঘ্রাণে মুগ্ধ হয়না এমন মানুষ নেই। মানুষ মাত্রই সুগন্ধি প্রিয়, প্রথিবীর বড় বড় সুগন্ধি উত্পাদনকারী প্রতিষ্ঠান প্রতিনিয়ত নিত্য নতুন সুগন্ধি উপহর দিয়ে চলেছে।
চলছে রমজান মাস ,চারিদিকে পবিত্র আবহে বিশ্বের সকল মুসলিম উম্মাহর সিয়াম সাধনায় ধর্মীয় ভাব গাম্ভীর্য বাড়িয়ে দিয়ে পাশে রয়েছে আল হারামাইন পারফিউমস। মুসলমানদের তীর্থস্থান পবিত্র মক্কায় ১৯৭০ সালে যাত্রা শুরু করে আল হারামাইন পারফিউমস। সংযুক্ত আরব আমিরাতের আজমানে রয়েছে সুবিশাল ম্যানুফ্যাকচারিং প্লান্ট। হাজারো রকম সুগন্ধের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে আল হারামাইনের। বিশ্বের নামী দামী প্রায় ৫০ টি শহরে রয়েছে তাদের নিজস্ব শো রূম।
বাংলাদেশে যমুনা ফিউচার পার্কে ২টি এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একটি সুবিশাল দৃষ্টি নন্দন শো রম রয়েছে।
শুধু পারফিউমের জন্যই নয় আল হারামাইনের আতর বা স্প্রের বোতল ও পাত্রগুলোর নকশাও অত্যন্ত নান্দনিক এবং নজরকাড়া সুন্দর ঠিক তেমনি এর নামগুলোও খুব সুন্দর ,আতর আল মাক্বাম, মুখাল্লাত আল সুযুফি ,হায়াতি ,শায়খাত আল আরুবাহ এছাড়া সিরিজ কালেক্শন ও রয়েছে যেমন, আমিরী কালেকশন ,ম্যাজেস্টিক কালেকশন ,মুখাল্লাত আল সুলতান স্টাইল ,আতর শেখ আল আরব স্টাইল ,দিহনাল উদ সুযুফি ,আমিরী ,মালিকি ,মুবারাকাহ আরো কত নাম। চিক কনসেন্ট্রেটেড অয়েলের কালেকশনের মধ্যে আছে মুখামরিয়া অতিক্ব ,আফাফ ,মাতার আল হুব ,মাহমুদাহ , উদ মাআল ওরদ, অরদ তায়ফিহ ইত্যাদি।
আল হারামাইনের যে শুধু আতরের কালেকশনই রয়েছে এ ধারণা ঠিক নয় , বডি লোশন ,ডিওডোরেন্ডসহ সব কিছুই তাদের রয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে লাবিবা ক্লাস, আমিরাহ ক্লাস, ফেইথ, তোহফাহসহ অনেক কালেকশন।
আসন্ন ঈদের খুশির মুহুর্তে সুগন্ধময় পবিত্রতা ছড়িয়ে দিতে বেছে নিতে পারেন এর যে কোনো একটি।