ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আর কী ভুলে হয়?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
আর কী ভুলে হয়? ছবি: প্রতীকী

অফিস বাসা সব একসঙ্গে সামলাতে প্রায়ই হিমশিম খেতে হচ্ছে আমাদের। এই অতিরিক্ত ব্যস্ত জীবনের প্রভাব পড়ছে আমাদের মনের ওপর।

আর তাই প্রতিদিন যে কাজগুলো আমাদের করতে হয়, এর মধ্যেও অনেকগুলোই আমরা প্রায় নিয়মিতই ভুলে যাচ্ছি।

সম্প্রতি দুই হাজার প্রাপ্তবয়স্ক কর্মজীবী নারী-পুরুষের ওপর চালানো নতুন এক গবেষণায় জানা গেছে, অনেক বেশি ব্যস্ত থাকার ফলে কমন কিছু বিষয় যেগুলো আমরা প্রতিদিনই করে থাকি এর মধ্যে অন্তত পাঁচটি জিনিস নিয়মিত ভুলেও যাই।

আমাদের প্রতিদিনের ভুলে যাওয়ার তালিকায় রয়েছে:

পরে কথা বলছি বলে, জরুরি ফোন করতে ভুলে যাওয়া
মেইল-এর উত্তর পাঠাতে
প্রিন্টারে কাগজ রাখতে
বক্সে অফিসের খাবার ভরে রেখেও আনতে ভুলে যাই
মোবাইলে চার্জ দিতে
বসের সামনে সব সময় ব্যবহার করা মেইল-এর পাসওয়ার্ডও তো আমরা প্রায় সবাই ভুলে যাই। কি বলেন?
আরও আছে..
খুব পরিচিত অথচ দেখা হলে নাম মনে না থাকা
বার বার মনে করার পরও প্রিয় বন্ধু অথবা পরিবারের কারও জন্মদিনে শুভেচ্ছা জানাতে
সাপ্তাহিক ছুটির আগের রাতেও ঘড়ি বা মোবাইল ফোনে এ্যালার্ম দিয়ে ঘুমাই। যে জন্য ছুটির সকালে এ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়।

যদিও এই ভুলে যাওয়ার প্রবণতাকে অনেকেই বুড়ো হয়ে যাওয়ার আগাম বার্তা মনে করি। তবে আমরা যদি এই ছোট ছোট ভুলে যাওয়াকে বড় করে না দেখি তবে ধীরে ধীরে এই ভুলের পরিমাণ কমে আসবে। আর কোনো কিছু ভুলে গেলে নিজেকে দোষারোপ না করে একবার ভাবুন তো এই জীবনে আমরা কত গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখেছি আর সবগুলো কাজ সময় মতো শেষ করছি, তা হয়তো গুনে শেষ করা যাবে না।

আপনি কোন ভুল করেন, আর এই ভুল থেকে বেড়িয়ে আসতে আমরা কী করতে পারি? আপনার মতামতের জন্য লাইফস্টাইল ডেস্ক মেইল: [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।