ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এশিয়ান ফ্যাশন উইকে বিবি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
এশিয়ান ফ্যাশন উইকে বিবি

ইন্দোনেশিয়ার জ্যামাইকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ফ্যাশন উইক ২০১৪। ১৫ থেকে ১৮ আগস্ট সুরাবায়ায় চারদিন ব্যাপী ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনেলে অংশ নেন বিশ্বখ্যাত বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।



বিবি ছাড়াও বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ইন্দোনেশিয়াসহ এশিয়ার ১৫টি দেশের ডিজাইনাররা এই ফ্যাশন উইকে অংশ নেন।

সরকারি সহযোগিতায় আয়োজিত উজ্জ্বল এই আয়োজনে বিশ্ব-ফ্যাশনের নানা দিক তুলে ধরেন বিশ্বসেরা সব ডিজাইনাররা।

ওয়ের্স্টান পোশাকের ভীড়ে ফ্যাশন উইকের স্টেজ আলো করে আমাদের দেশীয় পোশাকে মঞ্চে আসেন ১৭ জন মডেল। শো-তে পোশাকগুলো দারুণভাবে প্রশংসিতও হয়।  

নিজের দেশকে সবার ওপরে রাখতে সব সময় কাজ করছেন বলে বাংলানিউকে বলেন বিবি রাসেল। দেশের তাঁতীদের হাতে তৈরি দেশীয় পোশাক বিশ্ব-দরবারে তুলে ধরতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি।







 
বাংলাদশে সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট, ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।