ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কাপড়ের দাগ দূর করতে

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
কাপড়ের দাগ দূর করতে

আমাদের অসতর্কতার ফলে প্রায়শই কাপড়ে দাগ পড়ে। আর এগুলো তুলতে রীতিমত যুদ্ধ করতে হয়।

নিয়ম জানা থাকলে এই কঠিন সমস্যারও কিন্তু সহজ সমাধান রয়েছে। যেমন :

* কাপড়ে চা ও কফির টাটকা দাগ লাগলে কুসুম কুসুম গরম পানি ও বোরিক পাউডারের মিশ্রণে ডুবিয়ে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* সিল্ক অথবা শিফন শাড়িতে যদি মাংস, মাছ বা তরকারির ঝোল লাগে তবে ঐ দাগলাগা অংশের নিচে একটা ব্লটিং পেপার ধরুন ও দাগের ওপরে ট্যালকম পাউডার ছড়িয়ে পরিষ্কার রুমাল দিয়ে ঘষতে থাকুন।

* রঙিন জামা কাপড় থেকে ফলের রসের দাগ তুলতে প্রথমে কাপড়টা অ্যামোনিয়া এবং পরে পেট্রোলে ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের রঙের কোনও তি হবে না।

* পানের দাগ লাগলে সেই অংশে লেবু অথবা দই লাগিয়ে দিলে দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসবে।

* বল পয়েন্টের দাগ লাগলে জামার যেখানে দাগ লেগেছে সেখানে তুলোয় করে মিথিলেটেড স্পিরিট নিয়ে ঘষে নিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

* সাদা কাপড় ব্যবহার করতে করতে হলদেটে হয়ে গেলে গরম পানিতে সাবান গুলিয়ে ফুটিয়ে নিন। এরপর নীল দিয়ে রৌদ্রে    শুকাতে দিন।
 
* রঙিন কাপড় কাচার আগে পানিতে লবণ মিশিয়ে কাপড় ভেজাবেন। এতে করে রঙ ওঠার ভয় থাকবে না।

* খুব ঘাম যাদের হয় তাদের পোশাক কাচার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিন। তারপরে ডিটারজেন্টে ভেজাবেন।



বাংলাদেশ সময় : ১৫৪০, মার্চ ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।