জায়েম বাঁচবে আবার খেলবে জারার সঙ্গে। দুই ভাইবোনের দুষ্টুমিতে ভরে উঠবে পুরো বাড়ি।
মাত্র কদিন আগেও কেউ জানতো না মাথাব্যাথা কাল হয়ে আসবে, তার ছোট্ট জীবনে। একমাস আগে জায়েমের ব্রেন টিউমার ধরা পরে। এটি জটিল পর্যায়ে চলে গেছে বলে জানিয়েছেন নিউরো সার্জন মাইনুল হক।
জায়েম পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় এরই মধ্যে একটি অপারেশন হয়েছে।
তবে মূল অপারেশনের জন্য যেতে হবে সিঙ্গাপুরে। সেখানে অস্ট্রেলিয়ান চিকিৎসক চার্লস টিও সিঙ্গাপুরে এসে জায়েমের অপারেশন করবেন। বুঝতেই পারছেন এটি অত্যন্ত ব্যায়বহুল চিকিৎসা।
জায়েমের বাবা মাহবুব আলম খান রাতদিন ঘুরছেন আরও কিছু টাকার জন্য। পরিবার, বন্ধু, আত্মীয় সবাই এগিয়ে এসেছেন শিশু জায়েমের জন্য কিন্তু এখনো অনেক টাকা প্রয়োজন।
জায়েমের মা আফরোজ নাহিদ শুধু দোয়া চাইছেন সবার কাছে তার ছোট্ট জায়েম যেন এই কষ্ট থেকে মুক্তি পায়। সে যেন আবার সুস্থ হয়ে তার বুকে ফিরে আসে।
যোগাযোগ: মাহবুব আলম খান
০১৭১২৬১৪৫৮০
ব্র্যাক ব্যাংক-শ্যামলী শাখা
১৫১৪১০১৮৮৭৪১৬০০১
বন্ধুরা আপনাদের জন্য চলছে বাংলানিউজের বিশেষ আয়োজন সহজ কুইজ প্রতিযোগিতা।
খুব সহজ এই প্রশ্রের উত্তর দিয়ে shohoz.com –এর সৌজন্যে জিতে নিন ঢাকা-কক্সবাজার-ঢাকা সঙ্গীসহ এসি বাসের টিকিট।
বাংলানিউজ shohoz কুইজ http://www.banglanews24.com/shohozquiz/