কর্মজীবনের ব্যস্ততাকে দূরে রেখে আমাদের মনকে ফুরফুরে করে দিতে পারে বিনোদন।
আর বিনোদনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ভ্রমণ।
আর সেই কারণে জিটিভিতে নিয়মিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠানগুলোর মধ্যে নতুন একটি অনুষ্ঠান আনন্দভ্রমণ। বাংলাদেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনগুলোকে দেশে ও দেশের বাহিরের দর্শকদের কে জানানো এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্যই জিটিভির এই আয়োজন।
অনুষ্ঠানটির প্রতি পর্বে একটি বিনোদন পার্ক ও একটি ঐতিহাসিক স্থাপনা দেখানো হয় তথ্যবহুল ধারা বর্ণনা ও চিত্রের মাধ্যমে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এইচ এম রাজন এবং উপস্থাপনায় রয়েছেন মিম চৌধুরী। ২৫ মিনিটের এই আনন্দভ্রমণ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা ঘরে বসেই
বিভিন্ন পার্কে ঘুরে বেড়ানোর স্বাদ নিতে পারবে বলে মনে করেন এইচ এম রাজন।
প্রতি বৃহস্পতিবার বিকেল ৪:৩০ মিনিটে আনন্দভ্রমণ অনুষ্ঠানটি প্রচারিত হয়।