ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

নিজের ডিজাইন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, ডিসেম্বর ৭, ২০১৪
নিজের ডিজাইন

অনলাইন শপিং দিন দিন আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। এতে নতুন মাত্রা যোগ করল ইটস মি(www.itsme.com.bd)।



নিজেদের ডিজাইন করা টি-শার্ট, পোলো তো থাকছেই, এর বাইরে দেশে এই প্রথমবারের মতো ওয়েবে বসেই গ্রাহককেই টি-শার্ট ডিজাইনের সুযোগ করে দিয়েছে ইটস মি।

যে কোনো একটি টি-শার্টে পছন্দের ছবি, লেখা যা খুশি যুক্ত করুন।

স্বয়ংক্রিয় সফটওয়ারেই বলে দেবে ডিজাইন অনুযায়ী টি-শার্ট তৈরির খরচ। বেশি নয় মাত্র ২৫০ থেকে ৪০০-এর ভেতরেই থাকছে একটির দাম।

এরপর খুব সহজেই বিকাশ বা অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে পেমেন্ট করে অপেক্ষা করুন ৭২ ঘণ্টা, পৌঁছে যাবে নিজের ডিজাইন করা টি-শার্ট।

কেউ চাইলে একটি টি-শার্টও ডিজাইন করে অর্ডার করতে পারেন। উপহার হিসেবে এটা হতে পারে অনেক ভালো। নিজস্ব তত্ত্বাবধানে ইটস মি'র সব পণ্য তৈরি হয় বলেই মান নিয়েও আপোস নেই। এছাড়া অনলাইনে পেমেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বা কর্পোরেট ইভেন্টের জন্য অর্ডার নেয়ার সুযোগ থাকাতে এখন আর ঝক্কি পোহাতে হবে না।








বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।