মাত্র শীত বিদায় নিয়েছে, আমাদের অনেকেরই অযত্নে চুলের অবস্থা প্রাণহীন-নাজুক। নিয়মিত চুলের যত্নে আমরা বিভিন্ন পরামর্শ প্রায়ই দেখি।
তাই স্বাস্থোজ্জ্বল চুলের জন্য আমরা নানা ধরনের কসমেটিক ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো ব্যয়বহুল ও নকল হওয়ার সম্ভাবনাও কম নয়। তাহলে সমাধান? খুব সহজ চুল হবে মসৃণ, উজ্জ্বল ঝলমলে আরও যত যত ভালো উপমা রয়েছে সবগুলোই পাবেন ঢেঁড়সের তৈরি কন্ডিশনার ব্যবহারে।
অবাক হলেন তো একটি সবজি দিয়ে কীভাবে তৈরি করবেন কন্ডিশনার? শিখে নিন:
ঢেঁড়স ২৫০ গ্রাম লম্বা করে কেটে নিন আর সঙ্গে মেশান এক কাপ পানি। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। ঢেঁড়সের টুকরো গুলো তুলে ফেলে দিন। মূলত এই রসই কন্ডিশনার।
ঠাণ্ডা করে পুরো চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজ করে ড্যামেজ সারাবে।
আর চুল শুকানোর পর চুলে যে বাউন্স আর স্মুথ হবে মাথা থেকে তো হাতই সরতে চাইবে না। গ্যারান্টি।
চাইলে একটু বেশি করে তৈরি করে এই কন্ডিশনার সংরক্ষণও করতে পারেন।
বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle