ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এবার অঞ্জন’স...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
এবার অঞ্জন’স...

অঞ্জন’স, ১৯৯৪ সালে ঢাকার  মালিবাগে যাত্রা শুরু। এরপর ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও ইটালীর রোম-সহ মোট ১৬টি শাখা।

শুরুতে ছিল শুধু পোশাক।

বর্তমানে নারী, শিশু ও পুরুষদের পোশাকের পাশাপাশি জুয়েলারি, হোমটেক্সটাইল, হ্যান্ডিক্রাফ্টস করে থাকে অঞ্জন’স।

প্রধান ডিজাইনার লায়লা খায়ের কনক ও ডিজাইন উপদেষ্টা চন্দ্রশেখর সাহার তত্ত্বাবধানে দশ জন ডিজাইনার প্রতিদিন নতুন নতুন আইডিয়া ক্রেতাদের সামনে উপস্থাপন করছেন।

ঢাকা, চট্টগ্রাম ও নরসিংদীর পর অঞ্জন’স এর ১৭ তম শাখার যাত্রা শুরু খুলনা শহরে। খুলনা নিউ মার্কেট সংলগ্ন ইডেন প্লাজার নীচ তলায় এই শাখায় সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শিশু কিশোরদের পোশাক ছাড়াও থাকছে গহনা, হোম টেক্সটাইল ও উপহার সামগ্রী।

খুলনা শহরবাসীর লাইফস্টাইল ও শপিং অভিজ্ঞতাকে আরও উপোভগ্য করতেই এর অঞ্জন’স এর এই উদ্যোগ- জানান প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।