ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

তারকা হোটেলে ইফতার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
তারকা হোটেলে ইফতার  আয়োজন

বছর ঘুরে বিশ্ব মুসলিমের জন্য এসেছে পবিত্র রমজান মাস। রমজানে সবারই বিশেষ আগ্রহ থাকে ইফতার নিয়ে।

আসুন জেনে নেই দেশের তারকা হোটেলগুলোর এবারের ইফতার আয়োজন।  

লা মেরিডিয়ান ঢাকা
সদ্য উদ্বোধন হওয়া আন্তর্জাতিক চেইন হোটেল লা মেরিডিয়ান ঢাকা তাদের শুরুটাই করছে রমজানের জমজমাট আয়োজন নিয়ে,
জমজমাট কর্পোরেট ইফতার আয়োজন আর ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার নিয়ে সাজানো হয়েছে তাদের পুরো রমজান আয়োজন।

আন্তর্জাতিক মানের বিখ্যাত শেফরা তাদের জাদুকরি হাতের ছোঁয়ায় সাজিয়েছেন মনোলোভা সব বৈচিত্র্যময় খাবার। বিশ্বমানের হসপিটালিটি সুবিধা আর একেবারেই নতুনত্বের স্বাদ পেতে যেতে পারেন লা মেরিডিয়ান ঢাকায়।

হোটেল সারিনায় বুফে ইফতার ও ডিনার
পবিত্র রমজান মাস উপলক্ষে হোটেল সারিনা সেজেছে নতুন রূপে। খাবারের মেন্যুতে  এসেছে নতুনত্ব ও ভিন্নতা। পুরো রমজান মাস জুড়েই ইফতার ও  ডিনারে থাকছে সুস্বাদু আর স্বাস্থ্যকর মুখরোচক সব খাবারের আয়োজন।

ঐতিহ্যবাহী ইফতার আইটেমের পাশাপাশি ডিনারেও থাকছে দইবড়া, সাসলিক,মোঘলাই পরটা, হালিম, জিলাপি,পনির টিক্কা, কিং প্রন, বাহারি স্বাদের চিকেন, মাটন, বিফ আর চিংড়ির কাবাব, পিস্তাসিও পানাকোটা, হাম্মুস লিবনেহ, মুতাব্বেলসহ প্রায় ১০০টি আইটেমের বিশাল আয়োজন। এছাড়া রয়েছে নানান স্বাদের প্রাণ জুড়ানো শরবত।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক এমেক্স, ইস্টার্ন, ব্র্যাক ও এইচএসবিসি ব্যাংক ও জিপি প্লাটিনাম প্লাস, প্লাটিনাম স্টার গ্রাহকদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান কমপ্লিমেনটারি অফার। এছাড়া রমজান মাসে কর্পোরেট ও ঘরোয়া ইফতার পার্টির রয়েছে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত জানতে ও বুকিংয়ের জন্য যোগাযোগ:
 +৮৮ ০১৯৮২ ৭০০ ৭০০, +৮৮ ০১৭৩০ ০২০ ৩২৫.   
 
ঢাকা রিজেন্সিতে রমজান আয়োজন
রমজানে ঢাকা রিজেন্সিতে আয়োজনও থাকে একটু ভিন্ন রকমের -   ঐতিহ্যবাহী  এবং মজাদার ইফতার নিয়ে। অ্যারাবিয়ান এবং দেশীয় মজার মজার সব ইফতার হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ এর সাথে বাঙালি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলাপিসহ আরও অনেক কিছু আর এই ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ গ্রহণের জন্য চলে আসতে হবে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে।

যারা ইফতার করতে আসবেন, তাদের জন্য আরও একটি সুখবর হল, ইফতার করেই কিন্তু বিরতি না আছে স্পেশাল রাতের খাবারের আয়োজনও। বিস্তারিত  জানতে এবং বুকিং এর জন্য ০১৭১৩৩৩২৬৬১।

হোটেল আমারি ঢাকায় রমজান উৎসব
ঢাকার হসপিটালিটি সেক্টরে নতুন সংযোজন আমারি ঢাকা।

সেবা ও  খাবারের  মান আর সাশ্রয়ী মুল্যের কারণে প্রথমেই তারা সবার মন জয় করেছে। খাবারের আয়োজনের ক্ষেত্রে তাদের বৈচিত্র্য লক্ষ্য করার মত। এই রমজানেও আমারি ঢাকা ইফতার ও ডিনারে এনেছে ব্যাপক চমক।

রমজান উপলক্ষে তাদের আমায়া ফুড গ্যালারি নামের রেস্টুরেন্টটি সাজানোই হয়েছে অ্যারাবিয়ান ঐতিহ্যের আবহ দিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার আইটেমের পাশাপাশি থাকছে এশিয়ান, মধ্যপ্রাচ্য, চাইনিজ থেকে অ্যারাবিয়ান, ইন্ডিয়ান থেকে জাপানিজ, পারসিয়ান থেকে কন্টিনেন্টাল, এক কথায় খাবারের মহা সমারোহ।

বিস্তারিত জানতে ফোনঃ ৮৮০২ ৫৫০৫৯৬২০; ৮৮০১৭৭৭৭৯৬৪৪৪, ৮৮০১৭৭৭৭১৯৩১৯

বার বি কিউ ফ্লামস এ  ইফতার ও ডিনার
পেশোওয়ারি স্বাদের খাবারের জন্য জনপ্রিয় গুলশান ১ এর বারবিকিউ ফ্লামস রমজান উপলক্ষে তাদের মেন্যুতে এনেছে ব্যাপক পরিবর্তন। মূলত ভিন্ন স্বাদের কাবাবের জন্য বিখ্যাত এই বারবিকিউ ফ্লামস তাদের রমজানের ইফতার ও ডিনারেও রাখছে কাবাবের বৈচিত্র্যময় সমাহার। ঐতিহ্যবাহী ইফতার আইটেমের পাশাপাশি কান্দাহারি ও পেশওয়ারি স্বাদের মজাদার সব খাবার আর স্বাস্থ্যকর পানীয় শরবত ও সালাদের প্রায় ৫০টি আইটেমের ৮৯৯ টাকার বুফে প্যাকেজ।

এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে  চিকেন চারগা, মালাই টিক্কা, চাপলি কাবাব, হায়দ্রাবাদি বিরিয়ানিসহ  অনেক ধরনের কাবাবের সমন্বয়ে সাজানো  বার বি কিউ ফ্লামস  স্পেসাল প্লেটার মাত্র ৫২০০ টাকায়। আর ইফতার বাজার নামের হাজারো আইটেম নিয়ে  বিশাল আয়োজনের  পসরা সাজানো হয়েছে  বার বি কিউ ফ্লামস এর সামনে।

চাইলে ফোনেও অর্ডার করা যাবে।
ফোনঃ ০১৭৩০৩১৬৩১৬  
 
রিপোর্ট: খালেদ সাইফুল্লাহ মাহমুদ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।