ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ecstasy-র ঈদ ফ্যাশন শো ও ভিআইপি শপিং

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, আগস্ট ৯, ২০১০
ecstasy-র ঈদ ফ্যাশন শো ও ভিআইপি শপিং

৯ আগস্ট সোমবার বিকেল ৫টায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ৭-এ অ্যাক্সটাসির শোরুমে আয়োজন করা হয় বর্ণাঢ্য ঈদ ফ্যাশন শোর।
 
এ শোতে তাদের তিনটি প্রোডাক্ট লাইনের  নতুন ও বৈচিত্রময় পোশাকের প্রদর্শনী হয়।

‘তানজিম’ প্রোডাক্ট লাইনের  নামে আছে ছেলেমেয়েদের ওয়েস্টার্ন পোশাকের সমাহার। ‘মেলোড্রামা’ নামে আছে ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের সালোয়ার-কামিজ। ‘জারজাইন’ শুধু মেয়েদের ওয়েস্টার্ন পোশাকের জন্য।

শোর পর ছিল ভিআইপি শপিংয়ের ব্যাবস্থা, যেখানে দেশের তারকা অভিনেতা-অভিনেত্রী, মডেল এবং সঙ্গীত শিল্পীরা তাদের পছন্দ অনুযায়ী শপিং করেন। এ আয়োজনে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, শারমিন লাকী; সঙ্গীত শিল্পী অর্ণব ও তাপু; মডেল টুম্পা, আলিফ, সাইফ, বিপাশা, মেহজাবিন এবং ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনসহ অনেকে।

ফ্যাশন শোর কিউ সাজানো অ্যাক্সটাসির নতুন নতুন ঈদ কালেকশন দিয়ে। প্রথম রমজান থেকে অ্যাক্সটাসির সব শাখায় এসব কালেকশন পাওয়া যাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১০৯, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।