পৃথিবীতে এতো মানুষ, কিন্তু আমরা কি জানি কে কত তম? একটু অবাকও লাগতে পারে এটা শুনে যে, কীভাবে জানা সম্ভব আমি বিশ্বের কততম বাসিন্দা হয়ে এসেছি।
তবে পরিসংখ্যানবিদ আর গবেষকরাতো বসে নেই।
নির্দেশনা মতো আপনার জন্মের তারিখ, মাস, বছরের ঘর পূরণ করে ‘গো’ অর্থাৎ সার্চে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার নাম্বার!
অনেক আগেই আবিষ্কৃত এবং বিবিসি অনলাইনে প্রকাশিত এই অনলাইন ক্যালকুলেটরটের লিংক বাংলানিউজের পাঠকদের জন্য ফের উপস্থাপন করা হলো।
দেখে নিন লিংকে গিয়ে : http://www.bbc.com/news/world-15391515