চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ওসমান গণি বলেন, চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো। যদি সেটা প্রয়োজন না হয়।
• চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা-ও হতে পারে।
• কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে।
• লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
সতর্কতা হিসেবে, লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে না যওয়ারও পরামর্শ দেন ডাক্তার গণি। তিনি বলেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা ঠিক নয়।
এছাড়া,
• কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ও মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করা যাবে না।
• দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে নিতে হবে।
১৫০০ থেকে ১৫ হাজার টাকায় পছন্দের লেন্স পাওয়া যায়। অবশ্যই ভালো ব্র্যান্ডের লেন্স ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার সঠিক নিয়ম মেনে চলতে হবে।