ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

পিঠার স্বাদ পেতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, জানুয়ারি ৯, ২০১৮
পিঠার স্বাদ পেতে পিঠা উৎসব

কুয়াশাচ্ছন্ন সকালে কিংবা সন্ধ্যার হিমেল বাতাসে মৌ মৌ করা নানা রকম পিঠার স্বাদ নেওয়া ভোজনরসিক বাঙালির ঐতিহ্যের অংশ।

শীত মানেই উৎসব, আর এ উৎসবকে আরও রঙিন করতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে পিঠা উৎসব। ১১ জানুয়ারি লা মেরিডিয়ান ঢাকার ১৫ তলায় লেটেস্ট রেসিপি এবং লবির পাশে ল্যাটিচুড রেস্টুরেন্টে শুরু হবে উৎসবটি।

 

রেগুলার বুফে ডিনারের সঙ্গে দশ দিনব্যাপী এ আয়োজনের পুরোটা জুড়েই থাকছে জামাই আদর, বধূবরণ, পুলি, ভাপা, খিরসা-সাপটাসহ বাহারি পিঠার বিশাল সম্ভার।  

এ উৎসবে লেটেস্ট রেসিপিতে বুফে ডিনারে এন্ট্রি ফি থাকছে জনপ্রতি ৩,৯০০++ টাকা। লেটেস্ট রেসিপিতে বুফে ডিনার শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত এবং ল্যাটিচুড ২৩ রেস্টুরেন্টে পিঠা কম্বো প্লেটের (তিনটি পিঠা + ১টি মশলা চা) মূল্য রাখা হয়েছে প্রতি কম্বো ৯৫০++ টাকা।  

ল্যাটিটুড ২৩ রেস্টুরেন্ট এ প্রমোশন চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত।  

ভোজনরসিকদের জন্য পিঠা উৎসবটি ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।  

+৮৮০১৯৯০৯০০৯০০ অথবা +৮৮০১৭৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে ।


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।