ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পান্থপথে ঈদমেলা ও মিনা বাজার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
পান্থপথে ঈদমেলা ও মিনা বাজার

সামনেই ঈদ। এ উপলক্ষে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে (বসুন্ধরা সিটির বিপরীতে) চলছে মাসব্যাপী আন্তর্জাতিক ঈদমেলা ও মিনা বাজার।

এ মেলায় অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, ইরান, ভুটান ও বাংলাদেশের নামকরা কোম্পানিগুলো।

যেহেতু মেলাটিতে রয়েছে বিভিন্ন দেশের বৈচিত্র্যময় পণ্যের সমাহার, তাই ক্রেতাদের আলাদা আগ্রহ রয়েছে মেলাকে কেন্দ্র করে। মেলাটি বসেছে সামারাই কনভেনশনের প্রথম ও দ্বিতীয় তলায়। এখানে উল্লেখযোগ্য পোশাক হচ্ছে টাঙ্গাইল শাড়ি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, হ্যান্ডিক্রাফট, রাজশাহী সিল্কসহ পাকিস্তান ও ভারতীয় থ্রি পিস এবং শাল।

এছাড়া মেলায় পাওয়া যাচ্ছে বাংলাদেশসহ মেলায় অংশ নেওয়া সব দেশের বিভিন্ন ধরনের হস্তশিল্প, কাপড়, শাড়ি, বুটিক, জুতা, ব্যাগ, চামড়াজাত দ্রব্য, ফ্যাশন জুয়েলারি, কসমেটিকস সামগ্রী, আয়ুর্বেদিক পণ্য, প্রসাধনী,  খেলনা, স্বাস্থ্যসুরক্ষা পণ্য, খাদ্যসামগ্রী, শো-পিস, পারফিউমসহ নারী ও শিশুদের জন্য নানা কিছু।

বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের আগমনে মেলাটি জমে উঠেছে।   মেলা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ স্থানীয় সময় ২১০০, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।