ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতে বেস্ট স্ক্রাব 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
শীতে বেস্ট স্ক্রাব  ত্বকের যত্নে

শীতের সময়টা তখনই ভালো লাগে যখন ত্বক থাকে কোমল আর মশৃণ। তবে মশৃণ ত্বকের এই চাওয়া সবার পূরণ হয় না, যত্নের অভাবে। 

শীতে ত্বক শুষ্ক থাকে, রুক্ষ শুষ্ক ত্বক কোমল করতে প্রয়োজন নিয়মিত স্ক্রাব করা।  
জেনে নিন শীতের বেস্ট স্ক্রাব ঘরেই কী হতে পারে: 

•    খুব সহজে ত্বক হবে উজ্জ্বল, কোমল ঠিক যেমনটি আপনি চান।

শুধু দুই টেবিল চামচ করে চিনি ও অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন।  

•    খেয়াল রাখবেন চিনি হালকা দানা দানা যেন থাকে 

•    ত্বক পরিষ্কার করে মুছে নিয়ে হাত দিয়ে মিশ্রণটি লাগান

•    মিশ্রণটি লাগিয়ে হাতের হালকা চাপে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন

•    স্কিনের ডেড সেল পরিষ্কার করে স্কিনকে ভেতর থেকে মোলায়েম করবে

•    ত্বকের পানি মুছে এবার ১ চা চামচ দই ও আধা চা চামচ মধু মিশিয়ে লাগিয়ে নিন

•    মধু মসৃণতা ও দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।  

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।