ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বেবি ফটোগ্রাফি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
বেবি ফটোগ্রাফি দৃক গ্যালারিতে

একটা সময় মা-বাবারা ফটোস্টুডিওতে ফুলবাগানের ওয়ালপেপারের সামনে ছোট শিশুকে কোলে নিয়ে ছবি তুলতেন। এখন সময় পাল্টেছে, ভঙ্গি পাল্টেছে, কিন্তু বেবি ফটোগ্রাফির চাহিদা রয়ে গেছে আগের মতোই। 

সারা পৃথিবীতে নিউবর্ন(নবজাতক) বেবি ফটোগ্রাফি খুবই জনপ্রিয়। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে ওয়েডিং ফটোগ্রাফির জনপ্রিয়তা ব্যাপক হলেও বেবি ও ম্যাটার্নিটি ফটোগ্রাফি একটু উপেক্ষিতই ছিল।

 

বিশ্বব্যাপী বেবি ফটোগ্রাফির জনপ্রিয়তা এবং বাংলাদেশের মা-বাবাদের চাহিদার কথা বিবেচনা করে ২০১৬ সালের শেষের দিকে বেশ কয়েকজন ফটোগ্রাফার এবং আর্টিস্ট নিয়ে বেবি পিক্সেলসের যাত্রা শুরু হয়।  

গত ৭ ও ৮ ডিসেম্বর ঢাকার দৃক গ্যালারিতে আয়োজন করা হয়েছিল ‘বেবি ফটোগ্রাফি এক্সিবিশন ২০১৮’। দেশে শিশুদের সৃজনশীল ফটোগ্রাফি নিয়ে এধরনের প্রদর্শনী এটিই প্রথম। প্রদর্শনীতে কুইজ, গেম, ফ্রি ফটোশ্যুটসহ শিশু এবং অভিভাবকদের জন্য চমৎকার সব আয়োজন রাখা হয়।   


বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।