ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
রংপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

রংপুর: রংপুরে এনা পরিবহন নামে একটি বাসে অভিযান পরিচালনা করে আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেম (৪০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর দমদমা লক্ষণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক আবুল কাশেম ওরফে হাশেম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মধ্য দিগর পানছড়ি গ্রামের শামসুল হুদার ছেলে।

পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার-কুড়িগ্রামগামী এনা পরিবহনের একটি নৈশকোচে অভিযান পরিচালনা করা হয়। রংপুরে ইয়াবার একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। সেখানে কাশেম নামের একজন সন্দেহ ভাজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার ব্যাগ থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, রংপুরের ইতিহাসে এখন পর্যন্ত এটাই ইয়াবার সবচেয়ে বড় চালান। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় কাশেমকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।