ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
নাগেশ্বরীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাসের ধাক্কায় শহীদ মিয়া (২৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও দুই যাত্রী।



বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ দুঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নার্সারিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক শহীদ মিয়া রায়গঞ্জের ভাই ভাই মোড় থেকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশ্যকোচের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে অটোচালক শহীদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা অটোচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।