ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

উত্তরা ইপিজেডে পরচুলা চুরির মামলায় কারাগারে সুমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, ডিসেম্বর ২৭, ২০২২
উত্তরা ইপিজেডে পরচুলা চুরির মামলায় কারাগারে সুমি

নীলফামারী: পরচুলা চুরির অভিযোগে উত্তরা ইপিজেডের এভারগ্রিন ফ্যাক্টরির সাবেক কর্মী সুমি আকতারকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সুমি দিনাজপুর জেলার খানসামা উপজেলার টংগুয়া এলাকার আব্দুল আজিজের মেয়ে।  

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করে নীলফামারী থানা পুলিশ।  

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল ইসলাম জানান, তিন কেজি পরচুলা চুরির অভিযোগে মামলা হয় সুমির নামে। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। চুরি হওয়া নকল চুলের মূল্য চার লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।