ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছে যুবলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
নওগাঁয় নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছে যুবলীগ

নওগাঁ: বিভাগীয় শহর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে যুবলীগ।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটু। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় ও অন্যান্যরা।

সেখানে বক্তারা বলেন- আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিন যাতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা সতস্ফুতভাবে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।