ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ বাইক আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ বাইক আরোহীর

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিংগাইর উপজেলার বাস্তা এলাকার মৃত মুনছের আলীর ছেলে মুকছেদ আলী (৪০) এবং ঘিওর উপজেলার পাটাইকোনা এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে বাদশা মিয়া (৪২)।

বিষয়টি নিশ্চিত করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় বিকেলের দিকে পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদশা মিয়া নামে একজন মারা যায় এবং আহত মুকছেদ আলীকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা গেলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।