ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ভারতীয় ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৪৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁন।

আটক মনিরুল ইসলাম মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।