নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাহাপুর এলাকায় অগ্নিবীনা কিন্ডারগার্টেন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অগ্নিবীনা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাংবাদিক অসিত কুমার দাস, আল আমিন তুষার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মশিউর রহমান, হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় কিন্ডারগার্টেনের তিনটি স্টলে প্রায় ৫০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমআরপি/আরবি