ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে: শোলে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে: শোলে ছবি: ডিএইচ বাদল

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজর ও  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে। তবে আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডেরেক শোলে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক শোলে বলেন, ৫১ বছরে দুই দেশের সম্পর্ক অনেক এগিয়েছে। আগামীতে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট আমরা খুব অনুভব করি। প্রতিদিনই আমরা রোহিঙ্গা ইস্যুতে কাজ করছি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছি। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

ডেরেক শোলে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠকে করেন তিনি।

শোলের ঢাকা সফরে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে।

ডেরেক শোলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুই দিনের ঢাকা সফরে আসেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩  
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।