ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ড. মোমেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ড. মোমেন: পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে শহীদ মিনার উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের লস অ্যাঞ্জেলেস সফরের সম্ভাবনা রয়েছে। তিনি সেখানে শহীদ মিনার উদ্বোধন করবেন। পররাষ্ট্রমন্ত্রী সেখানকার একটি লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন। এছাড়া তিনি সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বক্তৃতা দেবেন।

ড. মোমেন আগামী ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠকে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি, ১৬, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।