ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে বাজারের ব্যাগে নবজাতকের মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
মোহাম্মদপুরে বাজারের ব্যাগে নবজাতকের মরদেহ 

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় রাস্তার পাশে পরে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে একদিন আগে এই নবজাতক ভূমিষ্ট হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার মন্ডল।

তিনি জানান, আজ দুপুরের দিকে সংবাদে মোহাম্মদপুর তাজমহল রোড মিনার মসজিদের পাশে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ওই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে মৃত অবস্থায় কেউ এখানে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।