ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফ‌রিদপু‌রকে ‘স্মার্ট জেলা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ফ‌রিদপু‌রকে ‘স্মার্ট জেলা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা

ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দেশ‌কে ‘স্মার্ট বাংলা‌দেশ’ হি‌সে‌বে গড়‌তে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। স্মার্ট দেশ গড়‌তে হ‌লে ফ‌রিদপুরকেও স্মার্ট জেলা হি‌সে‌বে গ‌ড়ে তুলার ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার এসব কথা বলেন।  

তিনি বলেন, ফ‌রিদপু‌রের শিক্ষা, স্বাস্থ‌্যসহ সা‌র্বিক উন্নয়‌নে সংবাদকর্মীদের সহ‌যোগী হি‌সে‌বে ভূ‌মিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আর সাংবাদিকদের সহযোগিতা পেলে ফ‌রিদপু‌রকে ‘স্মার্ট জেলা’ হি‌সে‌বে গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক (ডিসি) বলেন, ফ‌রিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হ‌বে। সেখা‌নে জাতীয় দিবসগু‌লো‌তে বঙ্গবন্ধুর প্রতি সকল স্ত‌রের মানুষ শ্রদ্ধা জানা‌তে পা‌রবেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক তার যোগদানের পরের গত তিন মাসের তাঁর বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে ছিল ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ, শিক্ষাব্যবস্থা, ব্যবসায়িক লাইসেন্স, ট্রান্সফরমার চুরি প্রতিরোধে ডিভাইস সংযোজন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যক্রম, হাইওয়ে দুর্ঘটনায় বিরুদ্ধে ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রমের অগ্রগতি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস, অতি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আশিকুল হক, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, এন‌ডি‌সি মো. মু‌জিবুল ইসলামসহ ফরিদপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৫২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।