ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে রাস্তার পাশে মিলল দুই নবজাতকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
করিমগঞ্জে রাস্তার পাশে মিলল দুই নবজাতকের মরদেহ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি এলাকার রাস্তার পাশে ব‍্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ পড়েছিল। স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহগুলো দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা মার্চ ১৪, ২০২৩ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।