ভোলা: ভোলার মেঘনায় অভিযান চালিয়ে দেড় কোটি চিংড়ির রেণুসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মেঘনার ইলিশা পয়েন্ট থেকে এসব গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় পাচারকালে একটি নৌকাসহ রেণু জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত রেণু মেঘনার তুলাতলী পয়েন্টে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
আরএ