ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, এপ্রিল ২৫, ২০২৩
শিবচরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু 

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার বিলপদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিলা আক্তার (১৪) নামে এক কিশোরীর  মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তানজিলা ওই এলাকার আবুল কালাম মোড়লের মেয়ে।  

জানা গেছে, ৮ম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী তার পরিবারের সঙ্গে ঢাকাতে থাকতো। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে বাড়িতে আসে সে। সোমবার বিকেলে বাড়ির পাশের বিলপদ্মা নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় তলিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর নদী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিঠুন বিশ্বাস বাংলানিউজকে জানান, বিকেলের দিকে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার ফলে হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।