ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ৩২ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
পদ্মায় ধরা পড়ল ৩২ কেজির বাঘাইড় পদ্মা নদীতে ধরা পড়া ৩২ কেজির বাঘাইড় মাছটি

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জয়নাল হালদার বলেন, প্রতিদিনের মতো সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগিদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ না ধরা পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোরে দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ট্রলারে তুলে সকালে বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রির জন্য রওশন মোল্লার আড়তে নিয়ে আসা হয়। এ সময় দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন।  

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বাংলানিউজকে বলেন, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছটি উন্মক্ত নিলামে ১৩০০ টাকা প্রতি কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে বিক্রিয় জন্য মোবাইলফোনে যোগাযোগ করে জানাই প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।