ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বাজারে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
দিনাজপুরে বাজারে পড়েছিল যুবকের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের কমলপুর বাজারের একটি শেড থেকে কমল চন্দ্র (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়ন পরিষদের সামনের বাজারের শেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কমল চন্দ্র বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বনগ্রাম এলাকার ফুলরাম রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক ধরে কমলপুর বাজার ও এর আশেপাশে ঘুরতে দেখা গেছে কমলকে। মাঝে মধ্যে ভিক্ষা করতেও দেখা গেছে তাকে। বৃহস্পতিবার সকালে বাজারে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে কমলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তার ঠিকানা ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।