ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ওষুধের মোড়কে ফেনসিডিল, চিকিৎসকসহ গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ওষুধের মোড়কে ফেনসিডিল, চিকিৎসকসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর মিরপুরে ফেনসিডিল বিক্রির অভিযোগে আয়ুর্বেদিক চিকিৎসকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আয়ুর্বেদিক চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪)।

 

সোমবার (১৫ মে) বিকেলে এই তথ্য বাংলানিউজকে জানান মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, গতকাল রাতে মিরপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করতেন। জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে তিনি ফেনসিডিল বিক্রেতা হিসেবেই পরিচিত।

তিনি আরও জানান, তারা চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ওষুধের মোড়কে ফেনসিডিল বহন করতেন।  

ওসি মোহাম্মদ মহসীন জানান, তুলসী নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করেই ফেনসিডিল নিয়ে আসেন তারা। এমন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।