কুষ্টিয়া: কুষ্টিয়া পোড়াদহে ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী (৬৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৩টা ৪০ মিনিটের পোড়াদহ জংশন ৩ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়।
আটক করিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার উজলপুর বিলপাড়া গ্রামে বাসিন্দা।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, মাদকবিক্রেতা করিম নকশিকাঁথা নামে একটি ট্রেনে দর্শনা থেকে মাদক বহন করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পোড়াদহ জংশন ৩ নম্বর প্লাটফর্মে অভিযান চালালে করিমকে সন্দেহ হয়। সে সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসআরএস