ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিকআপভ্যানচাপায় নারী শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
গাজীপুরে পিকআপভ্যানচাপায় নারী শ্রমিক নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পিকআপভ্যানচাপায় রোজিনা আক্তার বিপাশা (২৬) নামে এক নারী শ্রমিক নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক নারী।

শনিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা নেত্রকোনার কেন্দুয়া থানার গণ্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী। আহতের নাম আশা আক্তার (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান রোজিনা। এ সময় গেটের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনিসহ অনেকেই। এক পর্যায়ে একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন আশা। পরে স্থানীয়রা আহত আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।