নওগাঁ: জেলার নেসকো উপকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে সকাল থেকে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপকেন্দ্রের মূল প্যানেল বোর্ড বিস্ফোরিত হয়েছে। এতে করে প্যানেল বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু তার পুড়ে গেছে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ও বন্ধ রয়েছে। তবে খুব বেশি কিছু ক্ষতি হয়নি। ইতোমধ্যে রাজশাহীর একটি টিম নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারব।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআইএ