ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কচুয়ায় স্মার্টকার্ড বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
কচুয়ায় স্মার্টকার্ড বিতরণ শুরু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হয়েছে।  

শনিবার (০৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসমত মোহাম্মদ সায়েম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

এসময়, কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি সমির বরণ পাইক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনআইডি গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

এদিন কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের ৩০৯৯ নাগরিকের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৬ ইউনিয়নে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে। এর আগে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।