ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাদক কারবারি দীপু চাঁদপুরে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
মাদক কারবারি দীপু চাঁদপুরে গ্রেপ্তার

চাঁদপুর: জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী নিয়মিত অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও ১৮০ বোতল এসকফ (ESkuf) মাদকদ্রব্যসহ মো. আতিকুর রহমান দীপু (৪২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মাদক কারবারি দীপু চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দক্ষিণ কল্যান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুব আইল কাঠেরপুল এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, শুক্রবার (০৪ আগস্ট) দিনগত রাতে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে অহিদ গাজী মার্কেটের সামনে একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মাইক্রোবাসটি তল্লাশি করে মাদকদ্রব্যসহ দীপুকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।